নগরীর মাঝিরঘাট এলাকায় গতকাল সোমবার সকালে রাসায়নিক দ্রব্যের গুদামে আগুনে প্রায় ১৫০ টন রাসায়নিক সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৮ ঘণ্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে রাসায়নিক পদার্থের পোড়া ধোঁয়া এবং গ্যাসে মাঝিরঘাট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু জন কর্মীসহ কমপক্ষে ১০জন অসুস্থ হয়ে পড়ে। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দেওয়ান গাজী, তোফাজ্জেল, চাঁন মিয়া এবং আবদুর রউফ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আগুনে কয়েক কোটি টাকার সোডিয়াম সালফেটসহ রাসায়নিক সামগ্রী ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে রাসায়নিক দ্রব্যের গুদামের পাশে রিপাবলিক সল্ট নামে একটি লবণ মিলও ভস্মীভূত হয়। তবে রাত ১০টা পর্যন্ত ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানাতে পারে নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী শাহিদুর রহমান দৈনিক আজাদীকে জানান, মাঝিরঘাটের এভারগ্রিন এন্টারপ্রাইজের গুদাম সংলগ্ন শাহজালাল ট্রেডিংয়ের একটি গুদামে সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নির্ধারণ করা যায় নি। এসব গুদামে সোডিয়াম সালফেট, কস্টিক সোডাসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ছিল বলে জানান শাহিদ। তিনি জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস'লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে দুপুর ২টা নাগাদ বাইরের দিকের আগুন নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যা পর্যন্ত ভেতরে আগুন জ্বলতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসকল গুদামে মোস্তফা গ্রুপের শাহজালাল ট্রেডিং ও ইয়াসিন এন্টারপ্রাইজের কয়েক কোটি টাকার প্রায় ১৫০ টন সোডিয়াম সালফেট, কস্টিক সোডাসহ বিভিন্ন রাসায়নিক সামগ্রী ছিল। ইয়াসিন এন্টারপ্রাইজের কর্মকর্তা আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুনে ১২ হাজার ব্যাগ সোডিয়াম সালফেট ও কস্টিক সোডা পুড়ে গেছে। এসব কেমিক্যালের দাম প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন