জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় কার্যদিবসের অধিবেশন শুরু হয়েছে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টায়। আগের দুই কার্যদিবসের মতো এ দিবসের অধিবেশনেও অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার আব্দুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে উপসি'ত রয়েছেন। দিনের কার্যসূচিতে আইন সংক্রান্ত দুটি বিল উত্থাপনের কথা রয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধনের প্রস্তাবও অধিবেশনে উত্থাপন করা হবে। খবর বিডিনিউজের।বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক রোববার বলেন, “আমরা অধিবেশনে যোগ দেবো কি না তা নিয়ে আগামী সপ্তাহে সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনের সারিতে বিএনপির আসন সংখ্যা বর্তমান পরিসি'তিতে আর বাড়ানো সম্ভব নয় বলে এরই মধ্যে স্পিকার আব্দুল হামিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন। স্পিকারের চেয়ারের বাঁ পাশে সামনের সারির নয়টি আসনের মধ্যে পাঁচটি বর্তমানের বিএনপির জন্য বরাদ্দ রয়েছে। বিএনপি সামনের সারিতে সাতটি আসন দাবি করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এর বিরোধিতা করছে। সরকারি দলের ভাষ্য, আসনসংখ্যার অনুপাতে তাদের নায্য আসনই দিয়েছেন স্পিকার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন