প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে আসার কারণে আগামী ২০ জুন থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সমন্বয় করবে আবহাওয়া অফিস।গতকাল রোববার সচিবালয়ে ডে-লাইট সেভিংস পদ্ধতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তৌফিক-ই-এলাহী বলেন, নামাজের সময়সূচিতেও পরিবর্তন আনা হচ্ছে। আগামী ২০ জুন থেকে নামাজের সময়সূচি এক ঘন্টা করে এগিয়ে আনা হবে। ডে-লাইট সেভিং পদ্ধতি চালু হওয়ার পরে নামাজের সময়সূচি নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। খবর এনএনবির।
তিনি আরো জানান, বৈঠকে ২০ জুন থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি জানিয়ে দিতে বলা হয়েছে আবহাওয়া অফিসকে। এছাড়া গ্রিনিচমান সময় অনুসরণ করে এয়ারলাইন্সগুলো চলবে। সে কারণে উড়োজাহাজের সময় নিয়ে জটিলতা হবে না বলে জানিয়েছেন তিনি। পরে দুপুরে এ বিষয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠকে গণমাধ্যমে ডে-লাইট সেভিং পদ্ধতির ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতার আহ্বান জানানো হয়।
তিনি আরো জানান, বৈঠকে ২০ জুন থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি জানিয়ে দিতে বলা হয়েছে আবহাওয়া অফিসকে। এছাড়া গ্রিনিচমান সময় অনুসরণ করে এয়ারলাইন্সগুলো চলবে। সে কারণে উড়োজাহাজের সময় নিয়ে জটিলতা হবে না বলে জানিয়েছেন তিনি। পরে দুপুরে এ বিষয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠকে গণমাধ্যমে ডে-লাইট সেভিং পদ্ধতির ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতনতার আহ্বান জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন