প্রধান বিরোধী দল বিএনপিকে জাতীয় সংসদে সামনের সারিতে আর কোনো আসন দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদের মহিলা সাংসদদের তিনদিনব্যাপী ওরিয়েন্টশন প্রোগ্রামের উদ্বোধন করতে এসে গতকাল তিনি সাংবাদিকদের এ কথা জানান। আব্দুল হামিদ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলকে সামনের সারিতে আর কোনো আসন বাড়িয়ে দেয়া সম্ভব নয়। তবে নতুনভাবে করা আসন পুনর্বিন্যাসে বিরোধী দল সন'ষ্ট থেকে চলতি বাজেট অধিবেশনে যোগ দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও বাংলাদেশ এলায়েন্স ফর উইমেন লিডারশিপ যৌথভাবে মহিলা সংসদ সদস্যদের জন্য তিনদিনব্যাপী এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। প্রোগ্রামের আর্থিক সহায়তা দিয়েছে ইউএসএইড। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ইউএসএইড-এর মিশন ডিরেক্টর ডেনিস এ রোলিনস, অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড পার্লামেন্টের সাবেক এমপি ড. লেসলি ক্লার্ক প্রমুখ। এতে জাতীয় সংসদের সরাসরি ও সংরক্ষিত মিলিয়ে ৪২ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন