আজ ঐতিহাসিক ৭ই জুন। বাঙালির স্বাধিকার আন্দোলনের এক অবিস্মরণীয় মাইলফলক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬-দফা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের ৭ জুন। এ দিন বাঙালির মুক্তিসনদ-৬ দফা আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে নিরস্ত্র জনতার উপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারাণগঞ্জে মনুমিয়া, সফিক ও শামসুল হকসহ অনেকে শহীদ হন। ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে সারা দেশের মত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
মহানগর আওয়ামী লীগ ॥ ৭ জুন উপলক্ষে আজ রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগ ॥ ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বিকেল ৫টায় সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে যথা সময়ে সবাইকে উপসি'ত থাকার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম অনুরোধ জানিয়েছেন।
মহানগর আওয়ামী লীগ ॥ ৭ জুন উপলক্ষে আজ রোববার বিকাল ৪টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের সকল নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা আওয়ামী লীগ ॥ ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বিকেল ৫টায় সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে যথা সময়ে সবাইকে উপসি'ত থাকার জন্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. সালাম অনুরোধ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন