কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে ।। নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধনকালে বন্দর চেয়ারম্যান

দেশের ইতিহাসে প্রথম বারের মতো নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ চট্টগ্রামে নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করেন। এই উপলক্ষে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব দশটি জলযান দিয়ে এক বর্ণাঢ্য নৌ র্যা লিও বের করা হয়। কর্ণফুলী নদীতে বিভিন্ন শ্লোগান তুলে র্যা লিটি বন্দরের এক নম্বর জেটি এলাকা থেকে শাহ আমানত সেতু এলাকা প্রদক্ষিণ করে।৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের দশটি জাহাজ নিয়ে এই উপলক্ষ্যে একটি র্যাুলি বের করে। এই সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ কর্ণফুলীকে রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, এই কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে। আর বন্দর বাঁচলেই জাতি বাঁচবে। তিনি বলেন, কর্ণফুলী নিরাপদ থাকলে বন্দর নিরাপদ থাকবে, বন্দর নিরাপদ থাকলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তিনি নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। জাহাজে অতিরিক্ত মাল বোঝাই থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এতে বিপদ আসতে পারে। এই বিপদের খেসারত পুরো জাতিকে দিতে হয়। বে ক্রসিং এর অনুমোদন নেই এমন জাহাজগুলোকে সাগর পাড়ি দেয়া থেকে বিরত রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ সড়ক দ্বীপগুলো ব্যানার এবং ফেস্টুন দিয়ে সাজিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন