বৃহস্পতিবার রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে র্যা বের গুলিতে মারা গেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্র। নিহতরা হলো ফাইনাল ইয়ারের ছাত্র মোঃ আলী জিন্নাহ (২২) এবং মোঃ মহসীন (২৩)। এদের মধ্যে মহসীনের বাড়ি ফরিদপুরে এবং জিন্নাহর বাড়ি ভোলায়। খবর ইউএনবির।
র্যা ব জানায়, র্যা ব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে আসাদ গেট এলাকায় চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশী করছিল। এ সময় রিকশায় চড়ে দুই যুবক যাওয়ার সময় তাদেরকে র্যা বের সন্দেহ হলে যুবককে থামতে বলা হয়। কিন' এ সময় মহসীন ও জিন্নাহ র্যা বকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এতে র্যা বের সাথে ওই দুই যুবকের বন্দুক যুদ্ধ শুরু হয়। এ গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মহসীন ও জিন্নাহ ঘটনাস'লেই মারা যায় বলে র্যা ব সূত্রে জানানো হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস'ল থেকে দুটি রিভলবার এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যা ব। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
র্যা ব জানায়, র্যা ব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে আসাদ গেট এলাকায় চেক পোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশী করছিল। এ সময় রিকশায় চড়ে দুই যুবক যাওয়ার সময় তাদেরকে র্যা বের সন্দেহ হলে যুবককে থামতে বলা হয়। কিন' এ সময় মহসীন ও জিন্নাহ র্যা বকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। এতে র্যা বের সাথে ওই দুই যুবকের বন্দুক যুদ্ধ শুরু হয়। এ গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে মহসীন ও জিন্নাহ ঘটনাস'লেই মারা যায় বলে র্যা ব সূত্রে জানানো হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস'ল থেকে দুটি রিভলবার এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যা ব। ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন