দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর পুর্বে গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশে ক্রিকেট দল। ইংল্যান্ডের ক্যান্টাবুরি মাঠে ৬৪ রানের ব্যবধানে গতকাল তারা পরাজিত করেছে নেদারল্যান্ডকে। নিউজিল্যন্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হারের পরও সেই ম্যাচ থেকে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিলেন অধিনায়ক আশরাফুল। আর সেই প্রাপ্ত আত্মবিশ্বাসকে কাজি লাগিয়ে গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে বড় স্কোর গড়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডের অধিনায়ক জেমস স্মিত টসে জিতে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান বাংলাদেশকে। আর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে ২০৬ রান। অবশ্য শুরুটা ভাল ছিল না বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ২ রান করা ওপেনার তামিম ইকবালকে ফিরিয়ে দেন নিজমান। এরপর লেফট আর্ম স্পিনার সিলার ফিরিয়ে দেন জুনায়েদ সিদ্দিকী (১৭ রান) এবং সাকিব আল হাসানকে (৪ রান)। একপর্যায়ে ১০ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৭৮ রান। আর পরের ১০ ওভারে বাংলাদেশের ইনিংসে আসে ১২৮ রান। মূল অধিনায়ক আশরাফুল এবং মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকের উপর ভর করে দু’শর উপরে চলে যায় বাংলাদেশের ইনিংস। আশরাফুল করেন ৬৮ আর রিয়াদের ব্যাট থেকে আসে ৫৪ রান। এছাড়া রকিবুল ২৭ ও মুশফিকুর ২৪ রান করেন। প্রথম প্রস্তুতি ম্যাচ খেলা মো. মিঠুনের পরিবর্তে গতকাল মাঠে নামেন রকিবুল আর সৈয়দ রাসেলের পরিবর্তে খেলতে নামেন রুবেল হোসেন।
২০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামা নেদারল্যান্ডের ইনিংস থেমে গেছে ১৪২ রানে। ফলে ৬৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন