অফিসার সেজে আসামী ধরার নামে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল আটক



পুলিশ অফিসার সেজে আসামী ধরার নাটক করে ছিনতাইকালে সেনাসদস্যদের হাতে ধরা পড়েছে পুলিশের মো: মাসুদ নামের এক কনস্টেবল। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হাটহাজারী থানাধীন কাপ্তাই রাস্তার কুয়াইশ-বুড়িশ্চর সংযোগ সড়কে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল দুপুরে রাউজান নোয়াপাড়া পথের হাটের ব্যবসায়ী নুরুল আবছার সিএনজি যোগে চট্টগ্রাম শহরে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে সিএনজিটি কুয়াইশ-বুড়িশ্চর সংযোগ সড়ক এলাকা অতিক্রম করার সময় একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো চ-১১-৪১১২) এর গতিরোধ করে। মাইক্রোবাসে অবস'ানরত থাকা তিন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নুরুল আবছারকে সিএনজি থেকে জোর করে নামানোর চেষ্টা করে। নুরুল আবছারের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট আছে বলে তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা। নুরুল আবছারের সাথে কনস্টেবল মাসুদের হাতাহাতির সময় ব্যস্ত কাপ্তাই সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। এই সময় কাপ্তাই থেকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের দিকে আসা সেনাবাহিনীর একটি গাড়িও যানজটে আটকা পড়ে। গাড়িতে থাকা সেনাবাহিনীর সার্জেন্ট মোফাজ্জল হোসেন ও ওয়ারেন্ট অফিসার ওয়াহিদুর রহমান ঘটনাস'লে গিয়ে কনস্টেবল মাসুদকে আটক করে। এ সময় মাইক্রোবাসে থাকা অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। সেনাসদস্যরা মাসুদকে প্রথমে র্যা ব-৭ এর চান্দগাঁও কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে তাকে চান্দগাঁও থানা পুলিশে সোপর্দ করা হয়। চান্দগাঁও পুলিশ মাসুদকে হাটহাজারী থানায় হস্তান্তর করে। রাতে এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছিল বলে হাটহাজারী থানা সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন