বাজেটের সুবিধা নিতে বন্দরে পৌঁছেছে দুই হাজার গাড়ি বোঝাই জাহাজ

বাজেটের সুবিধা নিতে আমদানি করা প্রায় দুই হাজার গাড়ি বোঝাই এম ভি লিলাক এইচ জাহাজটি গত সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। জাপান থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে আসা জাহাজটি গতকাল পৌঁছতে পারছে কিনা তা নিয়ে গত কয়েক দিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছিল। বেশ কয়েকজন আমদানিকারকের আনা এই বিপুল পরিমাণ গাড়ি যদি ঘন্টা কয়েক পরে বন্দরের বহির্নোঙরে পৌঁছতো তাহলে বিপুল পরিমাণ শুল্কে হেরফের হতো বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় গত সন্ধ্যায় জাহাজটি বহির্নোঙরে পৌঁছার পর তড়িঘড়ি করে গাড়িগুলোর শুল্কায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছিল বলেও সূত্র জানিয়েছে। বাজেটের জন্য গতরাত বারোটায় চট্টগ্রাম কাস্টমসে শুল্কায়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ নতুন শুল্কহার পাওয়ার পর এই অর্থবছরের শুল্কায়ন শুরু হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন