সিস্টেম লসের নামে চট্টগ্রামে কোটি টাকার বিদ্যুত চুরি

সিস্টেম সলসের নামে চট্টগ্রামে পিডিবির কোটি-কোটি টাকার বিদ্যুত চুরি হচ্ছে। বস্তিবাসী এবং রাস্তার পাশের হাজার-হাজার ভাসমান দোকান অবৈধভাবে বিদ্যুত চুরি করছে। পিডিবির এক শ্রেনীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় বস্তিবাসী এবং ভাসমান দোকানিরা অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করছে। বর্তমানে চট্টগ্রামে পিডিবিতে ১১ শতাংশ সিস্টেম লস রয়েছে বলে জানা গেছে। সিস্টেম লসের নামে প্রতিদিন বিপুল পরিমান বিদ্যুত চুরি হচ্ছে। এত করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী জানান, দিন-দিন বিদ্যুতের সিস্টেম লস কমছে। বর্তমানে চট্টগ্রাম পিডিবিতে ১১ শতাংশ সিস্টেম লস রয়েছে। আগে ১৩ থেকে ১৪ শতাংশ সিস্টেম লস ছিল। এখন অনেকাংশে কমে এসেছে। অবৈধ সংযোগরে ভ্রাম্যমান অভিযান অব্যাহত রয়েছে। কিছুদিন আগে ফৌজদার হাটে অভিযান চালানো হয়েছে। খবর পেয়ে অনেকে অবৈধ সংযোগ খুলে নিয়েছে। জানা গেছে চট্টগ্রামে ছোট বড় সাড়ে ৪ হাজার বস্তি রয়েছে। এসব বস্তিতে এবং রাস্তার পাশে শত-শত দোকান প্রতিদিন অবৈধভাবে বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। বস্তিতে দিনে রাতে সমান তালে অবৈধ বিদ্যুত ব্যবহার হচ্ছে। অপরদিকে রাস্তার পাশের হাজার-হাজার ভাসমান দোকানে সন্ধ্যার পর-পর অবৈধ বিদ্যুত ব্যবহার শুরু হয়। তত্ত্বধায়ক সরকারের আমলে এভাবে বিদ্যুত চুরির ঘটনা কমে গেলে এখন আবার বেড়েছে। বিদ্যুত চুরি রোধের উপায় হিসেবে ডিজিটাল মিটার সিস্টেম চালু হয়েছে ঠিকই কিন্তূ দুটি কারণে এটি সফলতা হচ্ছে না। প্রথমত নগরীর বেশ কিছু এলাকা-আলকরণ, রিয়াজ উদ্দিন বাজার, লালখান বাজার, কদমতলী, মোমিন রোড, ফিরঙ্গী বাজার, চর চাকতাই, চর বাকলিয়া, দেওয়ান বাজার, ঈদগাও, অক্সিজেন, বাদুরতলা, কর্ণেল হাট, পতেঙ্গা, কালুরঘাট সহ বিভিন্ন এলাকায় এখনো ডিজিটাল মিটার চালু হয়নি। আবার যেসব এলাকায় ডিজিটাল মিটার চালু হয়েছে সেসব এলাকায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুত চুরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পিডিবির একটি শক্তিশালী চক্র এই অবৈধ সংযোগের সাথে জড়িত বলে জানা গেছে।

চট্টগ্রাম পিডিবির একটি বিশ্বস্ত সূত্র জানায়, প্রত্যেক সরকার দলীয় শ্রমিক নেতারা এসিব বৈধ সংযোগ নিয়ন্ত্রন করে। সরকার পরিবর্তনের সাথে-সাথে অবৈধ সংযোগের বিশাল অংকের টাকাও হাত বদল হয়। যে সব কর্মকর্তা-কর্মচারী পিডিবির অবৈধ সংযোগের সাথে জড়িত তারা সরকার পরিবর্তনের সাথে সাথে দল বদল করে নিজেদের অপকর্ম চালিয়ে যায়। সম্প্রতি চট্টগ্রাম পিডিবিতে জোট সরকারের অনেক শ্রমিক নেতা শ্রমিক লীগে যোগদান করছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন